জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারকে সহায়তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে “জুলাই গণ-অভ্যুত্থান সেল” গঠনের ঘোষণা দিয়েছে এনসিপি। রোববার চট্টগ্রামে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, ৫ আগস্টের মধ্যে সরকার জুলাই ঘোষণাপত্র দেবে বলে তাঁরা আশাবাদী। এ ঘোষণাপত্র সংবিধানে যুক্ত হলে গণ-অভ্যুত্থান আইনি স্বীকৃতি পাবে। শহীদ পরিবারগুলোকে সম্মান ও সেবা প্রদানে মাঠপর্যায়ে উদ্যোগ বাস্তবায়ন দেরিতে হচ্ছে বলেও অভিযোগ করেন নাহিদ। ৩ আগস্ট ঢাকায় একটি বড় কর্মসূচিরও ঘোষণা দেন তিনি।
জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারকে সহায়তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে “জুলাই গণ-অভ্যুত্থান সেল” গঠনের ঘোষণা দিয়েছে এনসিপি।