ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার ইউরোপীয়ান ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ডকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করতে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী অ্যালেক্সান্ডার ডব্রিন্ডের সঙ্গে এ বিষয়ে তার আলোচনা হয়েছে, যেখানে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার বিষয়টি উঠে আসে।
গিডিওন সার লিখেছেন, জার্মানি দীর্ঘদিন ধরেই এই অবস্থানে রয়েছে এবং বর্তমানে বিষয়টির গুরুত্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও কানাডাসহ একাধিক দেশ ইতোমধ্যে ইরানের রেভ্যুলেশনারি গার্ডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।
১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পরপরই গঠিত আইআরজিসি ইরানের একটি প্রভাবশালী সশস্ত্র বাহিনী, যার সঙ্গে দেশের সর্বোচ্চ নেতৃত্বের সরাসরি সম্পর্ক রয়েছে। এই বাহিনীর নিজস্ব স্থল, নৌ ও বিমানবাহিনী ছাড়াও বাসিজ রেজিস্ট্যান্স ফোর্স নামে একটি বৃহৎ স্বেচ্ছাসেবী মিলিশিয়া বাহিনী রয়েছে।
ইরানের রেভ্যুলেশনারি গার্ডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান জানাল ইসরাইল