রাজধানীর মিরপুরে যৌথ বাহিনীর অভিযানে ৩০ রাউন্ড গুলি সহ যুবদলের তিন নেতাকর্মী আটক হন। তাদের মধ্যে আসিফ শিকদার নামে এক নেতার হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। নিহত আসিফ ছিলেন ছাত্রদলের সাবেক ওয়ার্ড সদস্য সচিব ও যুবদলের সেক্রেটারি পদপ্রার্থী। পরিবারের অভিযোগ, তাকে অভিযানকালে নির্যাতন করে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, অভিযানে গুলি উদ্ধার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের পর তিন আসামিকে থানায় হস্তান্তর করা হয়। পুলিশের গাড়িতে হাসপাতালে নেয়ার সময় আসিফ অসুস্থ হয়ে পড়েন ও মারা যান। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি আইনের মাধ্যমে বিচার দাবি করে বলেন, আমরা বিচারবর্হিভূত কোন হত্যা সমর্থন করি না।
মিরপুরে যৌথ বাহিনীর অভিযানে ৩০ রাউন্ড গুলি সহ যুবদলের তিন নেতাকর্মী আটক হন। তাদের মধ্যে আসিফ শিকদার নামে এক নেতার হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।