Web Analytics

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে অংশ নিতে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ যৌথভাবে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ নামে একটি প্যানেল ঘোষণা করেছে। এতে ভিপি পদে মনোনীত হয়েছেন শাখা ছাত্র অধিকার সভাপতি একেএম রাকিব। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, রাকিবকে অন্তর্ভুক্ত করা হয়েছে ছাত্রদলকে প্রাসঙ্গিক রাখতে এবং সাধারণ শিক্ষার্থীদের উপকারে কাজ করার উদ্দেশ্যে। রাকিব জানান, এটি নির্বাচনি জোট, রাজনৈতিক নয়; নির্বাচিতরা শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করবে। তিনি প্রশাসনের শিক্ষক নিয়োগে অনিয়ম ও বৃত্তি তালিকা প্রকাশে বিলম্বের সমালোচনা করেন। অন্যদিকে, শাখা ছাত্রদল আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, এটি ব্যক্তি-কেন্দ্রিক অন্তর্ভুক্তিমূলক প্যানেল, কোনো রাজনৈতিক জোট নয়। তিনি নাজমুল হাসানের বক্তব্যকে ব্যক্তিগত মতামত হিসেবে উল্লেখ করেন। এই জোটে সহযোগিতা থাকলেও দুই সংগঠনের মধ্যে মতাদর্শগত পার্থক্য স্পষ্ট।

20 Nov 25 1NOJOR.COM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্র অধিকার নির্বাচনি জোট গঠন করেছে মতাদর্শে ভিন্নতা সত্ত্বেও

Person of Interest

logo
No data found yet!