চোখের চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরে আবারও অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন। তাকে দেখতে আজ হাসপাতালে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল। বুধবার দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের নেতৃত্বে এঅ প্রতিনিধি দল হাসপাতালে যাবে বলে জানিয়েছে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ। এর আগে রাত একটায় হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি মহাসচিবকে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে দেখতে দুপুর ১২টায় হাসপাতালে যাবে জামায়াতের প্রতিনিধি দল, নেতৃত্ব দেবেন নায়েবে আমির তাহের।