শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারিকান্দি এলাকায় বৃহস্পতিবার ভোরে ককটেল বিস্ফোরণে সোহান বেপারী (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বিকট বিস্ফোরণের শব্দে স্থানীয়রা জেগে উঠে একটি রসুন ক্ষেতে তার রক্তাক্ত লাশ দেখতে পান এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। গত শনিবার রাত থেকে দুই পক্ষের মধ্যে একাধিক সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবারের এই মর্মান্তিক বিস্ফোরণ ঘটে। নিহত সোহান সাম্প্রতিক সময়ে ওই বিরোধের সঙ্গে যুক্ত ছিলেন।
জাজিরা থানার ওসি সালেহ আহম্মেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ককটেল তৈরি বা বহনের সময় বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।
শরীয়তপুরে রাজনৈতিক বিরোধে ককটেল বিস্ফোরণে যুবকের মৃত্যু