বিএনপি নেতা আমিনুল হক বলেছেন, সরকারের দীর্ঘ নয় মাসে আমরা দেখেছি একটি মহল এবং এই সরকারের উপদেষ্টাদের কারো কারো ভিতরে ক্ষমতার মোহ ঢুকে গেছে। এ কারণেই আজ দেশে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। তিনি বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছি, এই ধরনের বিশৃঙ্খলা দেখার জন্য নয়। আরো বলেন, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে লাভ হবে না। এ দেশের গণতন্ত্রকামী মানুষ সব ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে। আমিনুল বলেন, 'আমরা যখনই নির্বাচন নিয়ে কথা বলি, তখনই উপদেষ্টাদের গায়ে জ্বালা ধরে যায়। তারা রাষ্ট্র সংস্কার এবং স্বৈরাচারের বিচারের নামে নির্বাচনকে পিছানোর অপচেষ্টা করে যাচ্ছে।' এই সময় বলেন, ৩১ দফার কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং দেশ পরিপূর্ণ ভাবে স্বৈরাচার মুক্ত হবে।
দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি, বিশৃঙ্খলা দেখার জন্য নয়: আমিনুল হক