বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জনগণ ও গণমাধ্যমকে তার স্বাস্থ্যের বিষয়ে গুজবে কান না দিতে এবং সংযম ও দোয়া করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, খালেদা জিয়ার অবস্থা এখনও সংকটাপন্ন হলেও তিনি চিকিৎসা নিচ্ছেন। দেশি-বিদেশি চিকিৎসকরা তার চিকিৎসায় যুক্ত আছেন এবং লন্ডন থেকে নতুন চিকিৎসক আসছেন। আবেগাপ্লুত কণ্ঠে ডা. জাহিদ সাংবাদিকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তা অব্যাহত রাখার অনুরোধ জানান। তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়মিত খালেদা জিয়ার খোঁজ নিচ্ছেন। অবস্থার উন্নতি হলে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার প্রস্তুতি সম্পন্ন রয়েছে।
খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে গুজবে কান না দিয়ে দোয়া ও সংযমের আহ্বান জানালেন বিএনপি