জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে দুই দফা অসুস্থ হয়ে পড়েন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। প্রথমবার মঞ্চে পড়ে যান, আবার উঠে বক্তব্য শুরু করলেও ফের অসুস্থ হয়ে পড়েন। পরে বসে থেকেই বক্তব্য দেন। রাতে তাকে দেখতে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, ‘প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের খোঁজ খবর নিচ্ছেন। সামনে নির্বাচন, আমরা চাই বাংলাদেশের সব দলের রাজনৈতিক নেতারা সুস্থ থাকুন, ভালো থাকুন। দেশ গড়ার কাজে সবাই অবদান রাখুন।’
জামায়াত আমির অসুস্থ, দেখতে গেলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব, প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের খোঁজখবর নিচ্ছেন এবং সব দলের নেতাদের সুস্থতা কামনা করেন।