একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।
রাত ৯টার দিকে পতিত আওয়ামী সরকার আমলের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকার বাসভবনে হামলা ও ভাঙচুর শেষে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এর আগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দেওয়া হয় আগুন। এই কার্যালয়টিকে ঘোষণা করা হয় পাবলিক টয়লেট। জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শেখ মুজিবের ম্যুরাল ভেঙে ফেলে ছাত্রজনতা। সদর উপজেলার বিন্নাটি চৌরাস্তা মোড়ে নির্মিত সৈয়দ নজরুল ইসলামসহ চার জাতীয় নেতার ম্যুরাল এস্কেভেটর দিয়ে ভাঙচুর করা হয়। একই জেলার বাজিতপুর উপজেলায় সাবেক চার রাষ্ট্রপতির ম্যুরালও ভাঙচুর করে ছাত্রজনতা। ভাঙচুর করা হয় পাকুন্দিয়া উপজেলা কমপ্লেক্সে স্থাপিত শেখ মুজিবের ম্যুরাল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন ভারতে বসে শেখ হাসিনা অপতৎপরতা চালাচ্ছে, তাই কিশোরগঞ্জে আওয়ামী লীগের অস্তিত্ব রাখা হবে না!
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।