একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।
বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডির সাক্ষাৎ হয়। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘বাংলাদেশ মানবিক কারণে ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে আসছে। এতে সামাজিক ও অর্থনৈতিক সমস্যা বেড়েছে। পাশাপাশি রোহিঙ্গারা নানা অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েছেন। এর ফলে আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।’ হাইকমিশনার বলেন, দেশে অত্যাচারিত হয়ে রোহিঙ্গারা এদেশে এসেছে। এখন সীমান্তে আরাকান আর্মির দখলে থাকায় প্রত্যাবাসন সম্ভব নয়। তবে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।