শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হরিণী অমরাসুরিয়া বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করে সাম্প্রতিক ঘূর্ণিঝড় ও ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতির পর বাংলাদেশের সহায়তা ও সংহতির জন্য কৃতজ্ঞতা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এ ফোনালাপ হয়। অমরাসুরিয়া জানান, দুর্যোগে শত শত মানুষের প্রাণহানি ঘটেছে এবং দেশজুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। অধ্যাপক ইউনূস শোক ও সমবেদনা প্রকাশ করে বলেন, বাংলাদেশ শ্রীলঙ্কার পাশে থাকবে এবং প্রয়োজনে অতিরিক্ত জরুরি সহায়তা ও দুর্যোগ-প্রতিক্রিয়া বিশেষজ্ঞ দল পাঠাতে প্রস্তুত। তিনি আরও জানান, যা কিছু প্রয়োজন, বাংলাদেশ তা করতে প্রস্তুত। আলাপের সময় ইউনূস শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং কলম্বোর রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শেখার আগ্রহ প্রকাশ করেন। আলোচনায় প্রধান উপদেষ্টার দপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বন্যায় সহায়তার জন্য শ্রীলঙ্কার কৃতজ্ঞতা, ইউনূসের প্রতিশ্রুতি বাংলাদেশ পাশে থাকবে