এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শুক্রবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ধোড়করা স্কুল মাঠে এক নির্বাচনি জনসভায় বলেন, দেশে আবার ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। তিনি বলেন, যারা কেন্দ্র দখলের চিন্তা করছেন, তারা যেন বাসা থেকে মা-বাবার দোয়া নিয়ে বের হন। তিনি জোর দিয়ে বলেন, মতপ্রকাশের স্বাধীনতা যেমন থাকবে, তেমনি দ্বিমত পোষণের স্বাধীনতাও থাকতে হবে।
সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ফ্যামিলি কার্ড ভুয়া এবং এটি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন। তিনি অভিযোগ করেন, একটি দল ক্ষমতায় আসার জন্য বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করতে চায়, কিন্তু দেশের চার কোটি যুবক তা হতে দেবে না। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের পুলিশে দিতে হবে।
সমাবেশে জামায়াত, খেলাফত মজলিস ও শ্রমিক সংগঠনের স্থানীয় নেতারাও বক্তব্য দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোহাম্মদ ইউসুফ।
কুমিল্লায় নির্বাচনি জনসভায় ফ্যাসিবাদ সতর্কতা ও মতপ্রকাশের স্বাধীনতার আহ্বান