Web Analytics

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ঘোষণা করেছেন, তার দেশজুড়ে পাঁচ হাজার রুশ নির্মিত ইগলা-এস বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সামরিক অনুষ্ঠানে তিনি বলেন, এসব স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র ড্রোন, হেলিকপ্টার, ক্রুজ মিসাইল ও নিচু উচ্চতায় উড়ন্ত যুদ্ধবিমান ধ্বংসে সক্ষম। মাদুরোর দাবি, দেশের “শেষ পাহাড় থেকে শেষ গ্রাম পর্যন্ত” এগুলো স্থাপন করা হয়েছে জাতীয় প্রতিরক্ষা জোরদারে। যুক্তরাষ্ট্র সম্প্রতি ৪ হাজার ৫০০ মেরিন ও নৌসেনা সদস্যকে ক্যারিবীয় অঞ্চলে মোতায়েন করেছে, যা ওয়াশিংটনের ভাষায় মাদকবিরোধী অভিযানের অংশ। তবে মার্কিন কংগ্রেসের দুই দলের সদস্যরাই এ পদক্ষেপের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। গত সপ্তাহে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেন, তিনি ভেনেজুয়েলায় গোপন সিআইএ অভিযানের অনুমোদন দিয়েছিলেন এবং ইঙ্গিত দেন স্থলভাগে সামরিক অভিযান বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। বিশ্লেষকদের মতে, এটি মাদুরো সরকারকে ক্ষমতা থেকে সরাতে যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগ কৌশলেরই অংশ।

23 Oct 25 1NOJOR.COM

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবি: সংগৃহীত

Person of Interest

logo
No data found yet!