Web Analytics

৫ আগস্ট ঢাকার চানখাঁরপুলে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির শান্তিপূর্ণ মিছিলে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে ছয়জন ছাত্র-জনতাকে হত্যা করে, যা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা চলছে। অভিযোগপত্রে বলা হয়, রমনা জোনের সাবেক এডিসির নির্দেশে গুলি চালানো হয়, আর কনস্টেবল অজয় ঘোষ গুলি করতে অস্বীকৃতি জানালে তার হাত থেকে রাইফেল কেড়ে নিয়ে সুজন হোসেন গুলি করেন। চার্জশিটে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’র কথাও উল্লেখ আছে, তবে তদন্ত চলায় তারা আসামি হননি। ঘটনায় জড়িত আট আসামির চারজন পলাতক, চারজন গ্রেপ্তার। ১৪ জুলাই অভিযোগ গঠনের আদেশ হবে।

04 Jul 25 1NOJOR.COM

চানখাঁরপুলে সাবেক এডিসি হাবিবুর রহমানের নির্দেশে গুলি চালানো হয়, আর কনস্টেবল অজয় ঘোষ গুলি করতে অস্বীকৃতি জানালে তার হাত থেকে রাইফেল কেড়ে নিয়ে সুজন হোসেন গুলি করেন।

Person of Interest

logo
No data found yet!