মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের বিরুদ্ধে সংবাদমাধ্যমের প্রবেশাধিকারে নতুন বিধিনিষেধ আরোপের কারণে মামলা করেছে প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমস। ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে দায়ের করা মামলায় প্রতিরক্ষা বিভাগ, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পেন্টাগনের মুখপাত্র শন পার্নেলকে বিবাদী করা হয়েছে। মামলায় বলা হয়েছে, সাংবাদিকদের ২১ পৃষ্ঠার একটি অঙ্গীকারনামায় সই করতে বাধ্য করা হয়েছে, যেখানে অনুমোদনবিহীন তথ্য সংগ্রহে নিষেধাজ্ঞা রয়েছে—যা সংবিধানবিরোধী ও সংবাদমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী। গত অক্টোবর থেকে কার্যকর হওয়া এই নীতিতে কর্মকর্তাদের উপস্থিতি ছাড়া নির্দিষ্ট এলাকায় সাংবাদিকদের প্রবেশও সীমিত করা হয়েছে। দ্য গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্ট, সিএনএন, রয়টার্স, এপি ও এনপিআরসহ একাধিক সংবাদমাধ্যম এই শর্তে সই করতে অস্বীকৃতি জানিয়েছে। নিউইয়র্ক টাইমস আদালতের কাছে নীতিটি স্থগিতের নির্দেশ চেয়েছে।
সংবাদমাধ্যমের প্রবেশাধিকারে সীমাবদ্ধতা আরোপে পেন্টাগনের বিরুদ্ধে মামলা করল নিউইয়র্ক টাইমস