বিএনপি নেতা হাফিজ উদ্দিন বলেন, করিডর সম্পর্কে রাজনৈতিক দলগুলোসহ জনগণ অজ্ঞাত। করিডরের কারণে যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কাও রয়েছে। তিনি বলেন, আমরা গণতান্ত্রিক পরিবেশে অভ্যস্ত। গণতন্ত্রের জন্যই তো আমরা ১৬ বছর সংগ্রামের পর ওই মাফিয়া সরকারকে বিদায় করেছি। এখনো কেন আমরা অন্ধকারে থাকব? আরো বলেন, আমাদের দল এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে বারবার বলা হয়েছে, একটা নির্বাচন দেন। যাতে আন্তর্জাতিক ও জাতীয় অঙ্গনে আমরা বাংলাদেশের মানুষের দাবিগুলো তুলে ধরতে পারি। কিন্তু এখন পর্যন্ত তাদের কাছ থেকে আমরা যে বলিষ্ঠ ভূমিকা আশা করি, ততটা পাইনি। রুহুল কবির রিজভী বলেন,। ফারাক্কা বাঁধ চালু করার বিষয় শেখ মুজিবকে জানানো হয়েছিল যে পরীক্ষামূলকভাবে চালু করা হবে। তখন শেখ মুজিব অনুমতি দিলেন। সর্বনাশ সেদিনই হয়ে গেছে।
মানবিক করিডর নিয়ে যুদ্ধে জড়ানোর শঙ্কা: মেজর (অব.) হাফিজ