Web Analytics

অলাভজনক প্রতিষ্ঠান ওপেন ডোর্স জানিয়েছে, বড়দিনের সময় ভারতে খ্রিস্টানদের ওপর ৬০টিরও বেশি হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গির্জায় ভাঙচুর, বড়দিনের সাজসজ্জা নষ্ট করা এবং উৎসব পালনকারীদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। ভারতের ক্যাথলিক বিশপস’ কনফারেন্স এসব হামলার নিন্দা জানিয়ে বলেছে, উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো পরিকল্পিতভাবে খ্রিস্টানদের ওপর আক্রমণ চালাচ্ছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে খ্রিস্টানদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

সবচেয়ে আলোচিত ঘটনার একটি ঘটেছে মধ্যপ্রদেশের জাবালপুরে, যেখানে বিজেপির স্থানীয় নেত্রী আঞ্জু ভারঘাভাকে এক দৃষ্টিহীন খ্রিস্টান নারীকে হেনস্তা ও মারধর করতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হলে ব্যাপক সমালোচনা হয় এবং স্থানীয় বিজেপি ভারঘাভাকে শো-কজ নোটিশ দেয়। তিনি কোনো ভুল করেননি দাবি করলেও পুলিশ জানিয়েছে, এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। উড়িষ্যা ও দিল্লির ভিডিওতেও দেখা গেছে, উগ্র হিন্দুত্ববাদী যুবকেরা বড়দিন উদযাপনকারীদের হেনস্তা করছে।

ইউনাইটেড ক্রিশ্চিয়ান ফোরামের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে ভারতে খ্রিস্টানদের ওপর অন্তত ৬০০টি হামলার ঘটনা ঘটেছে, যা সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

26 Dec 25 1NOJOR.COM

ভারতে বড়দিনে খ্রিস্টানদের ওপর ৬০টিরও বেশি হামলার অভিযোগ

Person of Interest

logo
No data found yet!