ফেনী-২ আসনের বিএনপি প্রার্থী জয়নাল আবেদীন জানিয়েছেন, আসন্ন গণভোট বিষয়ে তিনি এখনো স্পষ্ট অবস্থান নেননি। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ফেনী পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডে নির্বাচনি প্রচারণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেওয়ার বিষয়ে তার সুস্পষ্ট ধারণা নেই এবং এ বিষয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
জয়নাল আবেদীন বলেন, গণভোট নিয়ে কোনো লাভ বা চাপের বিষয় নেই। তিনি আশা প্রকাশ করেন, আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দেবে এবং এই প্রতীকে ভোট দিয়েই দেশের ভাগ্য পরিবর্তন ঘটাবে। তিনি দাবি করেন, বিএনপি প্রায় ৭৮ শতাংশ ভোট পেয়ে রাষ্ট্রক্ষমতায় যাবে।
নিজের রাজনৈতিক অতীতের কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ গঠনের আগেই তিনি ফেনী সরকারি কলেজের ভিপি ছিলেন এবং তখন থেকেই ফেনী-২ আসনকে নিজের রাজনৈতিক ঘাঁটি হিসেবে মনে করে আসছেন।
গণভোট বিষয়ে এখনো স্পষ্ট অবস্থান নেননি বিএনপি প্রার্থী জয়নাল আবেদীন