বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা লেনদেনে মানি চেঞ্জারদের পাসপোর্ট এন্ডোর্সমেন্ট ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার জারি করা নির্দেশনায় বলা হয়েছে, যাত্রীরা যত পরিমাণ বৈদেশিক মুদ্রাই নিন না কেন, এন্ডোর্সমেন্টের জন্য ফি একই থাকবে। এই নির্দেশনা দেশের সব লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারের জন্য প্রযোজ্য হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, ‘গাইডলাইন ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশনস (জিএফইটি)-২০১৮’ অনুযায়ী প্রতিটি লেনদেন যাত্রীর পাসপোর্টে এবং আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে এয়ার টিকিটে অনুমোদিত ব্যক্তির সিল ও স্বাক্ষরসহ লিপিবদ্ধ করতে হবে। মানি চেঞ্জারদের ব্যবসা প্রতিষ্ঠানে দৃশ্যমান স্থানে ফি প্রদর্শন, গ্রাহকদের লিখিত রসিদ প্রদান এবং আদায়কৃত ফি-এর যথাযথ রেকর্ড সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে।
এই পদক্ষেপের মাধ্যমে বৈদেশিক মুদ্রা লেনদেনে স্বচ্ছতা ও মানসম্মত সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মানি চেঞ্জারদের পাসপোর্ট এন্ডোর্সমেন্ট ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ