বুধবার রাতে রাজধানীর বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরি বাজার এলাকায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির নিহত হয়েছেন। একই ঘটনায় সুফিয়ান ব্যাপারী মাসুদ (৪২) নামে আরেকজন গুলিবিদ্ধ হন। দুজনকে উদ্ধার করে প্রথমে পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মুছাব্বিরকে মৃত ঘোষণা করেন এবং আহত মাসুদকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর চাঁদাবাজির অভিযোগে দল থেকে বহিষ্কৃত মুছাব্বির বসুন্ধরা সিটির পেছনে কাজীপাড়ায় বসবাস করতেন। আহত মাসুদ তেজগাঁও থানার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা কাজীপাড়ার একটি গলিতে আড্ডা দিচ্ছিলেন, এ সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজি নিয়ে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে চলমান দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর তেজগাঁওয়ের কাজীপাড়ায় বিএনপি নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন, এতে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
ঢাকায় গুলিতে বিএনপি স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা নিহত, একজন আহত