ইলন মাস্ককে দেওয়া ট্রাম্প প্রশাসনের ‘দায়িত্ব’ ছেড়ে দেওয়ার খবরকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ ও 'বাজে কথা' বলে উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এক্সে বলেছেন, "মাস্ক ও ট্রাম্প দুজনেই প্রকাশ্যে নিশ্চিত করেছেন যে, মাস্ক ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’তে তার ‘অবিশ্বাস্য কাজ’ শেষ না করা পর্যন্ত সরকারের বিশেষ সরকারি কর্মী হিসেবে থাকবেন।" এর আগে পলিটিকো দলীয় নেতাকর্মীদের অসন্তোষের গুঞ্জন নিয়ে এবং মার্কিন প্রেসিডেন্টের তিনজন ঘনিষ্ঠজনের সূত্র ধরে বলেছিল, মাস্ক শীঘ্রই দায়িত্ব ছাড়তে যাচ্ছেন!