জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন, চলমান পদযাত্রা কর্মসূচি অব্যাহত থাকবে এবং মাদারীপুর ও শরিয়তপুরের স্থগিত সমাবেশ দ্রুত আয়োজিত হবে। বুধবার খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি বলেন, গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর মুজিববাদী সন্ত্রাসীরা জঙ্গি কায়দায় হামলা চালিয়েছে। এই হামলা আওয়ামী লীগের জঙ্গিবাদে পরিণত হওয়ার প্রমাণ বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, গোপালগঞ্জ আজ ফ্যাসিস্টদের আশ্রয়স্থল হয়ে উঠেছে এবং ছাত্রলীগ-যুবলীগের মামলাবাজরা সেখানেই আত্মগোপনে আছে। নাহিদ জানান, আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের কর্মসূচি গোপালগঞ্জে হতে পারে না—এ ধারণা এনসিপি ভেঙে দিয়েছে। এর প্রতিবাদে আগামীকাল সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর মুজিববাদী সন্ত্রাসীরা জঙ্গি কায়দায় হামলা চালিয়েছে। এই হামলা আওয়ামী লীগের জঙ্গিবাদে পরিণত হওয়ার প্রমাণ: নাহিদ ইসলাম