জামায়াতে ইসলামীর জোট ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন—এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। রোববার বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, সরকার গঠন ও আসন বিন্যাস নিয়ে আলোচনা চলছে এবং খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আখতার হোসেন বলেন, বিচার ও সংস্কার বাস্তবায়ন এবং দুর্নীতিমুক্ত, স্বাধীন বাংলাদেশ গঠনের লক্ষ্যে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়েছে এনসিপি। সংস্কারের প্রশ্নে উভয় দলের মধ্যে স্বাভাবিক ঐক্য তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে নির্বাচনের প্রেক্ষাপট, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বার্থ ও গণতন্ত্র রক্ষায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে পারস্পরিক স্বার্থে পররাষ্ট্রনীতি গড়ে তোলার বিষয়ে এনসিপি খোলামেলা আলোচনা করেছে।
জামায়াত জোটে নেতৃত্ব ও আসন বণ্টন নিয়ে আলোচনা চলছে বলে জানালেন আখতার হোসেন