রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের জন্য জরুরি ভিত্তিতে স্বাস্থ্য কার্ড বিতরণের কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য সেবা বিভাগ। ইতোমধ্যে বিভিন্ন জেলার প্রস্তুতকৃত স্বাস্থ্য কার্ড সংশ্লিষ্ট সিভিল সার্জনদের কাছে পাঠানো হয়েছে। এক নোটিশে বলা হয়েছে, প্রতিটি জেলার সিভিল সার্জন একজন উপযুক্ত প্রতিনিধি মনোনয়ন দেবেন। এরপর সেই প্রতিনিধির মাধ্যমে স্বাস্থ্য কার্ডগুলো বুঝে নিয়ে আহত যোদ্ধাদের কাছে পৌঁছে দিতে হবে। জানা গেছে, ৩৬ জেলায় এ স্বাস্থ্য কার্ড বিতরণ শুরু হয়েছে। এতে ৪ হাজার ৫৫১ জন আহত ব্যক্তি পাবেন সরকারি স্বাস্থ্যসেবা। স্বাস্থ্য কার্ডের মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসাসেবা বিনামূল্যে বা বিশেষ ছাড়ে গ্রহণ করতে পারবেন তারা।