ফরিদপুরে জনৈক আব্দুল কাদেরের ফ্ল্যাট থেকে দীর্ঘ ৫ বছর ধরে আটকে রাখা মরিয়ম বিবি (৬৫) নামের এক গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ। মরিয়ম বিবিকে কোতোয়ালি থানায় রাখা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ। গৃহকর্মী মরিয়ম বিবিকে নির্যাতন করা হতো, বাড়ির থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা হতো বলে অভিযোগ। গৃহকর্মীর সন্তান আদালতের স্মরণাপন্ন হলে আদালত তাকে উদ্ধারের আদেশ জারি করেন।
ফরিদপুরে দীর্ঘ ৫ বছর ধরে আটকে রাখা মরিয়ম বিবি (৬৫) নামের এক গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ