Web Analytics

বাংলাদেশের রাষ্ট্রপতি ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন, যার মাধ্যমে প্রকাশ্যে ধূমপানের শাস্তি ও নিষেধাজ্ঞার পরিধি বাড়ানো হয়েছে। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ মঙ্গলবার রাতে অধ্যাদেশটি প্রকাশ করে। নতুন বিধান অনুযায়ী, প্রকাশ্যে ধূমপান করলে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা যাবে, যা পূর্বে ছিল ৩০০ টাকা। পাশাপাশি পাবলিক প্লেসের সংজ্ঞা সম্প্রসারিত করে শিক্ষাপ্রতিষ্ঠান, রেস্টুরেন্ট, হোটেল, শপিংমল, পরিবহন টার্মিনাল, পার্ক ও মেলাকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

অধ্যাদেশে পাবলিক প্লেসে ধূমপানের জন্য নির্ধারিত ‘স্মোকিং জোন’ ব্যবস্থা বাতিল করা হয়েছে। ভবনের বারান্দা, প্রবেশপথ ও আশপাশের উন্মুক্ত স্থানেও ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি তামাকজাত দ্রব্যের প্যাকেটে ‘স্ট্যান্ডার্ড প্যাকেজিং’ বাধ্যতামূলক করা হয়েছে এবং সিগারেটের প্যাকেটে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীর পরিমাণ ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করা হয়েছে।

সরকার জানিয়েছে, জনস্বাস্থ্য রক্ষা ও তামাকের ব্যবহার কমাতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

01 Jan 26 1NOJOR.COM

বাংলাদেশে ধূমপান জরিমানা বৃদ্ধি, স্মোকিং জোন বাতিল ও নিষেধাজ্ঞার পরিধি সম্প্রসারণ

Person of Interest

logo
No data found yet!