একজন জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা জানিয়েছেন, উপসাগরীয় তিন দেশ—সৌদি আরব, কাতার ও ওমান—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে হামলা না চালাতে রাজি করিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ইরান যাতে সদিচ্ছা প্রদর্শনের সুযোগ পায়, সে জন্য শেষ মুহূর্তে দীর্ঘ সময় ধরে মরিয়া কূটনৈতিক তৎপরতা চালিয়েছে এই তিন দেশ। তিনি আরও জানান, এ বিষয়ে আলোচনা এখনো চলছে।
এর আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তবে বুধবার তিনি বলেন, ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে বলে তিনি আশ্বস্ত হয়েছেন। ট্রাম্প জানান, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূত্র থেকে তিনি জেনেছেন যে মৃত্যুদণ্ড কার্যকর করার পরিকল্পনাও স্থগিত করা হয়েছে, যদিও তিনি সূত্রের নাম প্রকাশ করেননি।
এই প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় দেশগুলোর কূটনৈতিক প্রচেষ্টা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে তাৎক্ষণিক উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং আলোচনাও অব্যাহত রয়েছে।
উপসাগরীয় দেশগুলোর কূটনীতিতে ইরানে হামলা থেকে সরে এলেন ট্রাম্প