Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম আকবর আলীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি। বৃহস্পতিবার রাতে কমিটির চেয়ারম্যান মো. শানু আকন্দ নোটিশ প্রদানের বিষয়টি নিশ্চিত করেন। আগামী ২৭ জানুয়ারি দুপুরে উল্লাপাড়া উপজেলা পরিষদ ডাক বাংলোতে অবস্থিত কমিটির অস্থায়ী কার্যালয়ে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, গত ২০ জানুয়ারি বিকেল ৩টা থেকে মাগরিব পর্যন্ত উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এম আকবর আলী তাঁর সহধর্মিণীর উপস্থিতিতে বিশাল জনসমাবেশ আয়োজন করে মাইক ব্যবহার করে উচ্চ আওয়াজে স্লোগান দেন। এটি রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি ২০২৫-এর বিধি ১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, উপযুক্ত কারণ না দেখাতে পারলে অনুসন্ধান শেষে নির্বাচন কমিশন সচিবালয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ পাঠানো হবে।

23 Jan 26 1NOJOR.COM

সিরাজগঞ্জ-৪ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নোটিশ

Person of Interest

logo
No data found yet!