রোববার লন্ডনে বাংলাদেশের দূতাবাসের সামনে সংখ্যালঘুদের প্রতি সংহতি জানাতে আয়োজিত এক বিক্ষোভে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ‘শিখস ফর জাস্টিস’-এর প্রো-খালিস্তান শিখ কর্মী ও ভারতের ক্ষমতাসীন বিজেপি-ঘনিষ্ঠ ব্রিটিশ ভারতীয় হিন্দু গোষ্ঠীর সমর্থকদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। বাংলাদেশে হিন্দু হত্যার অভিযোগকে কেন্দ্র করে আয়োজিত এই বিক্ষোভে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হলে মেট্রোপলিটন পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষোভে খালিস্তানপন্থীরা ভারতবিরোধী স্লোগান দেয় এবং খালিস্তানের পতাকা প্রদর্শন করে। খালিস্তান রেফারেন্ডাম অভিযানের সমন্বয়ক পরমজিৎ সিং পাম্মা হিন্দু বিক্ষোভকারীদের মুখোমুখি হন এবং পরে দাবি করেন, ভারত নিজ দেশে শিখ, মুসলিম ও খ্রিস্টানদের নিপীড়ন করছে। ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোর মতে, পাম্মা ‘মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী’ হলেও তিনি জানান, যুক্তরাজ্যে তাঁর বিরুদ্ধে কোনো আদালতের দোষসিদ্ধি বা প্রত্যর্পণ কার্যকর হয়নি।
ঘটনাটি এমন সময়ে ঘটল যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও ভারতে অবস্থানের পর নয়াদিল্লি-ঢাকা সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে এবং সাম্প্রতিক সহিংসতায় এই সম্পর্ক আরও চাপে পড়েছে।
লন্ডনে বাংলাদেশ দূতাবাসের সামনে প্রো-খালিস্তান ও বিজেপি সমর্থকদের সংঘর্ষ