আইন উপদেষ্টা আসিফ নজরুল লেখেন, আল্লাহ আছেন, আমাদের সবাইকে একদিন জবাব দিতে হবে। তিনি বলেন, কয়েকদিন আগে মুক্তিযোদ্ধাদের সংজ্ঞায়ন বিষয়ক ভুল সংবাদের জেরে সমালোচনার ঝড় বয়ে যায়। এই ঝড়ের অন্যতম শিকার হয় আমার পরিবারের সদস্যরা। তিনি জানান, যে মন্ত্রণালয়ই আইন বা অধ্যাদেশ জারি করে, তাতে বিধান অনুযায়ীই আইন মন্ত্রণালয়ের নাম থাকে। কিন্তু তার মানে এটি নয় যে, আইন মন্ত্রণালয় আইনগুলো করেছে বা এটি আইনগুলোর প্রশাসনিক মন্ত্রণালয়। উপদেষ্টা বলেন, সরকারের যে কোনো কাজের সমালোচনা যদি আমাকে করা হয়, তাহলে যে কোনো ভালো কাজের প্রশংসাও আমাকে কেন করা হয় না? উপদেষ্টা জানান, যে দায়িত্ব তার নয় সেজন্যও তাকে নিন্দার শিকার হতে হচ্ছে!
যে কোনো বিষয়েও আমাকে নিন্দা করার প্রবণতা আছে। প্রশ্ন হচ্ছে, সরকারের যে কোনো কাজের সমালোচনা যদি আমাকে করা হয়, তাহলে যে কোনো ভালো কাজের প্রশংসাও আমাকে কেন করা হয় না: আসিফ নজরুল