ফের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ করছে বিএসএফ। এতে বিজিবির কড়া বাঁধায় কাজ বন্ধ করতে বাধ্য হয়। শনিবার বিকেলে এ নিয়ে আধঘন্টা পতাকা বৈঠক হয় দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে। স্থানীয়রা জানিয়েছে, সীমান্তে শুক্রবার গভীর রাতে ৩-৮ নম্বর পিলার পর্যন্ত ৩-৫ গজ বাদ দিয়ে সবটুকু বেড়া নির্মাণ করে। এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে বলে বিজিবি টহল বাড়ানোর কথা অবগত করেছে। বিএসএফ জানিয়েছে, তাদের স্থানীয় এলাকাবাসী জেলা প্রশাসন নিয়ে বেড়া নির্মাণ করেছে।