বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণঅভ্যুত্থানের অর্জিত বিজয়কে টিকিয়ে রাখতে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। ৯ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক ড. মাহবুব উল্লাহ ও তার স্ত্রী সালমা আলোর রচিত গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য স্বাভাবিক হলেও তা যেন চব্বিশের গণঅভ্যুত্থানের ত্যাগকে ব্যর্থ না করে।
তিনি অধ্যাপক মাহবুব উল্লাহকে নাগরিক অধিকার, ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠার সংগ্রামে এক দূরদর্শী চিন্তাবিদ ও আপসহীন যোদ্ধা হিসেবে বর্ণনা করেন। একই সঙ্গে বেগম রোকেয়ার জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে ড. হোসেন জিল্লুর রহমান, সাইফুল হকসহ বিভিন্ন শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব গণতান্ত্রিক ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ফখরুলের এই আহ্বান এমন সময় এসেছে যখন বিরোধী দলগুলো গণঅভ্যুত্থানের পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় নিজেদের অবস্থান সুসংহত করার চেষ্টা করছে।