Web Analytics

বাংলাদেশ প্রেস কাউন্সিল পুনর্গঠন করেছে সরকার। এতে নতুন করে ১২ জন সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে। সোমবার (২৮ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নতুন সদস্যরা হলেন:
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আকতার মালা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম, নিউ এইজ-এর সম্পাদক নুরুল কবির, ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক পূর্বকোণ-এর সম্পাদক ডা. রমিজ উদ্দিন চৌধুরী, নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) উপদেষ্টা আখতার হোসেন খান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলাম এবং বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান জয়নুল আবেদীন।
এই পুনর্গঠন দেশের গণমাধ্যমের নৈতিকতা ও জবাবদিহি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

29 Jul 25 1NOJOR.COM

প্রেস কাউন্সিল পুনর্গঠন, গেজেট প্রকাশ

Person of Interest

logo
No data found yet!