বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে জোটের কোনো সম্ভাবনা নেই। তবে তিনি ইঙ্গিত দেন, বেশ কয়েকটি ইসলামি দল সঙ্গে থাকবে। ফখরুল বলেন, ‘নির্বাচনের তফশিল ঘোষণার পর জোট বিষয়ে সিদ্ধান্ত হবে।’ মির্জা ফখরুলের কাছে জানতে চাওয়া হয়, সমমনাদের আসন ছাড় দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা?- জবাবে তিনি বলেন, ‘এ নিয়ে এখনো আলোচনা হয়নি। আরও সময় লাগবে।’ মৌলবাদ নিয়ে কোনো শঙ্কা দেখছেন?- জবাবে তিনি বলেন, ‘এরা আগে ছিলই না। ধীরে ধীরে এরা বেরিয়ে আসছে। কর্মসূচি করছে, প্রোগ্রাম করছে। এটাই তো হচ্ছে উত্থান। এটাকে যদি এখনোই প্রতিরোধ করা না যায়, এরা যদি সংখ্যায় বাড়ে, তখন তো বড় রকমের ভায়োলেন্স, বড় রকমের রাজনৈতিক সংকট তৈরি হতে পারে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে জোটের কোনো সম্ভাবনা নেই। সমমনাদের আসন ছাড় দেওয়া নিয়ে এখনো আলোচনা হয়নি: ফখরুল