আসিফ মাহমুদের সাবেক এপিএস মো. মোয়াজ্জেম হোসেন এবং নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদকের নজরে এসেছে। দুদক মহাপরিচালক আখতার হোসেন বলেন, দুজন উপদেষ্টার এপিএস, পিও- এর বিষয়ে দুদক আইন ও বিধিমালা অনুযায়ী যে ধরনের কার্যক্রম গ্রহণ করতে হয়, সেটি আমরা করব। আমাদের গোয়েন্দা ইউনিট এই সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছেন। এ বিষয়ে অগ্রগতি শিগগিরই জানতে পারবেন। এছাড়া স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসানের নামেও অভিযোগ রয়েছে।
মোয়াজ্জেম হোসেন এবং তুহিন ফারাবির বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন