পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নেতৃত্বে গাজীপুর সদর উপজেলায় প্রায় ৬.৯০ একর বনভূমি উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য ৩৫ কোটি টাকা। বোকরান মনিপুর এলাকায় নির্মিত ২০৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, স্থানীয় প্রশাসন, বন বিভাগ ও পুলিশ অংশ নেয়। বন দখলের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে ভবিষ্যতেও এমন অভিযান চালানো হবে বলে জানানো হয়েছে।
গাজীপুরে ৩৫ কোটি টাকার বনভূমি উদ্ধার, ২০৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ