কুনমিংয়ে অনুষ্ঠিত পররাষ্ট্র সচিব পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, 'আমরা কোনো জোট গঠন করছি না। মূলত উদ্যোগ চীনের, এটি কর্মকর্তা পর্যায়ে, কোনো রাজনৈতিক পর্যায়ে নয়। সেখানে আলাপ-আলোচনা পুরোটাই ছিল কানেক্টিভিটি, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, এ ধরনের বিষয় নিয়ে।' বৈঠকটি ভারতবিরোধী ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন—আমরা অবশ্যই তৃতীয় কোনো পক্ষকে টার্গেট করছি না। তাত্ত্বিকভাবে ভারত যদি চায়, নেপাল, বাংলাদেশ ও ভারত একসঙ্গে বসুক, কানেক্টিভিটি বা অন্য কিছু নিয়ে। এটা করতে আমি কালকেই রাজি আছি।