ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ বলেছেন, শহীদ ওসমান হাদির নির্মম হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি রাষ্ট্রে চলমান বিচারহীনতার নগ্ন বহিঃপ্রকাশ। শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত আধিপত্যবাদ বিরোধী পদযাত্রা ও সমাবেশে তিনি বলেন, হামলার এক মাস পরও খুনিদের বিচারের আওতায় আনতে না পারার দায় অন্তর্বর্তীকালীন সরকার ও রাষ্ট্র এড়াতে পারে না।
তিনি বলেন, জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের রক্তের ওপর দাঁড়িয়েই আজকের রাষ্ট্রব্যবস্থা গড়ে উঠেছে, অথচ সেই রাষ্ট্রেই যদি শহীদ ওসমান হাদির হত্যার বিচার না হয়, তাহলে রাষ্ট্রের নৈতিক বৈধতা প্রশ্নবিদ্ধ হবে। তিনি সতর্ক করে বলেন, বিচার না হলে জনগণকে আবারও রাজপথে নামতে হবে এবং সেই দায় রাষ্ট্রকেই নিতে হবে।
তিনি আরও বলেন, ফেলানী থেকে আবরার হয়ে শহীদ ওসমান হাদি পর্যন্ত বিচারহীনতার সংস্কৃতি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে। পদযাত্রা ও সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ, যেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শহীদ ওসমান হাদির হত্যার বিচার না হলে রাষ্ট্র দায়ী থাকবে বলে সতর্ক ইসলামী ছাত্র আন্দোলন