Web Analytics

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, শেখ হাসিনার ওপর নিউরোলজিক্যাল,সাইকোলজিক্যাল, ফিজিক্যাল এমন অনেকগুলো পিএইচডি হওয়া উচিত। শেখ হাসিনা ‘রাষ্ট্র’ ধারণাটিই বোঝেননি। উপদেষ্টা বিগত তিন অবৈধ নির্বাচনের সমালোচনা করেন। উপদেষ্টা বলেন, নির্বাচনের ক্ষেত্রে শেখ হাসিনার সর্বোচ্চ অপরাধ। পরপর তিনবার তথা ১৫ বছর বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেননি এবং কোনো রকমের অনুশোচনা নাই। তিনি বলেন, শেখ হাসিনা শুধু মিথ্যা কথা বলে নাই, পুরো একটা জাতির মধ্যে ফরেন সার্ভিস বলেন, পুলিশ বলেন, জুডিশিয়ারি বলেন, বিশ্ববিদ্যালয়ে বলেন সমস্ত জায়গায় একটা মিথ্যাবাদী প্রজন্ম তৈরি করতে পেরেছিল। ২৪-এর গণঅভ্যুত্থানে অংশ নেওয়া প্রত্যেকটা মানুষ নেতা ছিলেন উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেকে নিজে নিজে আন্দোলনে আসছে। আরো বলেন, সুন্দর সংবিধান থাকার পরও জঘন্য রাষ্ট্র গঠিত হয়েছে। মালদ্বীপ, তিউনিসিয়া উদাহরণ। আমাদের নিজেদের ভালো হইতে হবে, নিজেদের সংস্কার করতে হবে।

05 Aug 25 1NOJOR.COM

শেখ হাসিনার ওপর নিউরোলজিক্যাল,সাইকোলজিক্যাল, ফিজিক্যাল এমন অনেকগুলো পিএইচডি হওয়া উচিত। শেখ হাসিনা ‘রাষ্ট্র’ ধারণাটিই বোঝেননি: আসিফ নজরুল

Person of Interest

logo
No data found yet!