ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পাঁচটি স্বর্ণের বারসহ ফয়সাল হাসান (২৬) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। জব্দকৃত স্বর্ণের মূল্য ৭৭ লাখ ৫৩ হাজার টাকা। শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর উপজেলার খোশালপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিজিবি জানায়, এসব স্বর্ণ ভারতে পাচারের চেষ্টা হচ্ছিল।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, খোশালপুর ব্রিজের ওপর চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় ফয়সালের কোমর থেকে চারটি স্বর্ণের বার ও একটি ছোট টুকরা উদ্ধার করা হয়। পরে আটক যুবক, তার মোবাইল ফোন ও ব্যবহৃত বাইসাইকেল মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, আটক ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে এবং জব্দকৃত স্বর্ণ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
মহেশপুর সীমান্তে সাড়ে ৭৭ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক