বাংলাদেশে দ্রুত বাড়তে থাকা অসংক্রামক রোগ (এনসিডি) ও অকালমৃত্যু কমাতে ‘যৌথ ঘোষণা’ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। সোমবার সচিবালয়ে আয়োজিত তৃতীয় পর্যায়ের আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি বলেন, খেলাধুলার সুযোগ বাড়ানো, সড়ক নিরাপত্তা জোরদার করা এবং স্বাস্থ্যসেবায় অবদান রাখা ক্লাব ও জিমনেশিয়ামের জন্য কর মওকুফ বিবেচনা করা যেতে পারে। সভাটি আয়োজন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, কারিগরি সহায়তা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সভায় জানানো হয়, ৩৫টি মন্ত্রণালয় সময়সীমাবদ্ধ কর্মপরিকল্পনা তৈরি করবে এবং সমন্বিতভাবে এনসিডি নিয়ন্ত্রণে কাজ করবে। তামাক নিয়ন্ত্রণ, খাদ্য নিরাপত্তা, সড়ক নিরাপত্তা ও পরিবেশ স্বাস্থ্যবিষয়ক আইন দ্রুত বাস্তবায়ন, ধর্মীয় স্থানে ধূমপান নিষিদ্ধকরণ, স্বাস্থ্যবান্ধব নগর পরিকল্পনা এবং অস্বাস্থ্যকর খাদ্য ও চিনিযুক্ত পানীয়ের ওপর কর বৃদ্ধি করার প্রস্তাব গৃহীত হয়।
সভায় অংশগ্রহণকারীরা বলেন, নীতি, আইন, অবকাঠামো, প্রশিক্ষণ ও জনসচেতনতা—সব ক্ষেত্রে সমন্বিত উদ্যোগই অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে টেকসই সমাধান আনতে পারে।
অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বহুমন্ত্রণালয় পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার