ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট সাদিক কায়েম সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন। শনিবার এক ফেসবুক পোস্টে তিনি খালেদা জিয়ার পূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন। তিনি বলেন, বাংলাদেশকে আধিপত্যবাদী প্রভাব থেকে রক্ষা করতে এখনো খালেদা জিয়ার মতো দূরদর্শী নেতৃত্বের প্রয়োজন রয়েছে। বর্তমানে খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দেশজুড়ে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমর্থকদের মধ্যে উদ্বেগ ও প্রার্থনা অব্যাহত রয়েছে। সাদিক কায়েমের এই বার্তা রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে মানবিক সহমর্মিতা ও শ্রদ্ধার প্রকাশ হিসেবে দেখা হচ্ছে।
গুরুতর অসুস্থ খালেদা জিয়ার আরোগ্য কামনায় প্রার্থনা জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম