জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এ কর্মসূচিতে ক্যাম্পাস ও আশপাশের এলাকার শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উদ্যোক্তা রুমি নিজেই কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে রুমি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন স্মরণ করবে। তিনি আরও বলেন, তার রুহের মাগফেরাত কামনা করা ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় দেশনেত্রীর অসমাপ্ত সংগ্রামকে এগিয়ে নেওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ