অবৈধ সম্পদের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে খালাস দিয়েছেন আদালত। বিচারক রায়ে বলেন, রাষ্ট্রপক্ষ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারেনি। মামলায় অভিযোগ ছিল, এ্যানি ১৩ লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং ১ কোটি ৪০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। ২০১৪ সালে মামলা হয়, ২০১৬ সালে বিচার শুরু হয়। ১২ সাক্ষীর মধ্যে নয়জন সাক্ষ্য দেন। দীর্ঘ বিচার শেষে আদালত তাকে বেকসুর খালাস দেন।
অবৈধ সম্পদের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে খালাস দিয়েছেন আদালত।