মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের প্রথম দিনের শুনানি শেষে পরবর্তী শুনানি বুধবার ধার্য করা হয়েছে। আজ শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ বিচারপতির বেঞ্চ এ দিন ধার্য করা হম। এর আগে সকাল দশটায় প্রধান বিচারপতির বেঞ্চে রিভিউ শুনানি শুরু হয়। আদালতে শুনানির জন্য উপস্থাপন করেছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, জামায়াত নেতার আইনজীবী শিশির মনির উপস্থিত ছিলেন। এরপর আজ তারিখ ধার্য ছিল।