Web Analytics

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সমাজের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সচেতনতার মাধ্যমেই লক্ষ্মীপুরসহ সারাদেশ থেকে মাদক নির্মূল সম্ভব। লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক কারবারিরা সংখ্যায় কম হলেও সমাজ একসঙ্গে আওয়াজ তুললে তারা পালিয়ে যেতে বাধ্য হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সবাইকে ইতিবাচক চিন্তা নিয়ে লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে— কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক বা প্রশাসক হতে পারে। অনুষ্ঠানে ১,৫০০ শিক্ষার্থীর মধ্যে ২০০ জনকে বৃত্তি প্রদান করা হয় এবং প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক ও বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

29 Nov 25 1NOJOR.COM

লক্ষ্মীপুরে মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক উদ্যোগের আহ্বান জানালেন বিএনপি নেতা এ্যানি

Person of Interest

logo
No data found yet!