Web Analytics

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের পক্ষে পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্থানীয় জাগপা নেতৃবৃন্দ। সোমবার দুপুরে সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা সুপ্ত করিমের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন পঞ্চগড় জেলা জাগপার সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আনসার আলী।

এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের জাগপা নেতারা উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন জেলা সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, সহ-সভাপতি শামসুজ্জামান নয়ন মাস্টার, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারীসহ অনেকে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাগপার এই উদ্যোগ দলটির রাজনৈতিক উপস্থিতি জোরদারের ইঙ্গিত দিচ্ছে।

নির্বাচন কমিশন আগামী দিনগুলোতে মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে বলে জানা গেছে।

23 Dec 25 1NOJOR.COM

পঞ্চগড়ের দুই আসনে রাশেদ প্রধানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করল জাগপা নেতারা

Person of Interest

logo
No data found yet!