আমিনুল হক বলেন, বিএনপি কখনো জনগণকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেয় না। জনগণের মতোই আমাদের রাজনীতির দিকনির্দেশনা— এটাই আমাদের শপথ, এটাই পথচলার পাথেয়। বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে, সব ক্ষমতার উৎস হচ্ছে এদেশের সাধারণ মানুষ। তারাই ঠিক করবে বাংলাদেশ কোন পথে চলবে। তিনি বলেন, লীগ গত ১৭ বছর ধরে মানুষের ওপরে যে কর্তৃত্ব চাপিয়ে দিয়েছে, বিএনপি তা বিশ্বাস করে না। আরো বলেন, ‘দলের কেউ যদি বিশৃঙ্খলা বা অন্যায়ের সঙ্গে যুক্ত থাকে, তার দায় দল নেবে না। সুবিধাভোগীদের ঠাঁই দেবে না। যারা আন্দোলনে নিবেদিত, ত্যাগ স্বীকার করেছেন—তাদেরই প্রথমে সদস্য পদ নবায়ন করা হবে।’ আমিনুল বলেন, ‘ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে দিতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
বিএনপি কখনো জনগণকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেয় না। জনগণের মতোই আমাদের রাজনীতির দিকনির্দেশনা, এটাই আমাদের শপথ, এটাই পথচলার পাথেয়: আমিনুল