ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে শুরু হওয়া লংমার্চে অংশ নেওয়া দুই শিক্ষার্থী পদ্মা সেতু পার হওয়ার অনুমতি না পেয়ে নদী সাঁতরে পার হতে গিয়ে আহত হয়েছেন। ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবিতে ১১ নভেম্বর প্রায় ২০ জন শিক্ষার্থী এ লংমার্চ শুরু করেন। নবম দিনে তারা প্রায় ২৬০ কিলোমিটার পথ অতিক্রম করে শরীয়তপুরের জাজিরা প্রান্তে পৌঁছান। কিন্তু পদ্মা সেতু কর্তৃপক্ষ নিরাপত্তার কারণ দেখিয়ে তাদের হেঁটে পার হওয়ার অনুমতি দেয়নি। ফলে কয়েকজন শিক্ষার্থী প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ পদ্মা নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করেন এবং নোমান ও তানজিল নামে দুইজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এর আগে আরও একজন অংশগ্রহণকারী অসুস্থ হন। আন্দোলনকারীরা জানান, তারা ঢাকার সেতু ভবনের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করবেন এবং সরকারের প্রতি তাদের দাবিগুলো পূরণের আহ্বান জানান।
পদ্মা সেতু পার হতে না পেরে নদী সাঁতরে আহত ভোলা-ঢাকা লংমার্চের দুই শিক্ষার্থী